কোটালীপাড়ায় উদ্বোধন করা হলো বৃদ্ধাশ্রম
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুলেখা লাভিং কেয়ার ওল্ড হোম নামে উদ্বোধন করা হলো একটি বৃদ্ধাশ্রম । গত ২৮ জানুয়ারি বিকাল ৫ টায় উপজেলার খেজুর বাড়ী গ্রামে এই বৃদ্ধাশ্রমটি উদ্বোধন করা হয় । আওয়ামীলীগ নেতা চারুগাইন ও ইংল্যান্ড প্রবাসি সবিতা বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় বৃদ্ধাশ্রমটিতে বেশ কয়েকজন অসহায় বৃদ্ধার অবস্থান হয়েছে। এ সময় চারু গাইন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- রীণা বিশ্বাস, সবীন্দ্র নাথ গাইন , হীরা লাল হালদার, খগেন্দ্র নাথ গাইন, জতীন্দ্র নাথ গাইন সহ আরো অনেকে।