কোটালীপাড়ায় আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে ৩শত কৃষকদের মাঝে কাঁচি বিতরণ

কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে ৩শত কৃষকদের মাঝে ধান কাটার কাঁচি বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কাঁচি বিতরণ করেন।
এ সময় আওয়ামী লীগ নেতা যশোদা জীনব সাহা, আবুল কালাম আজাদ দাড়িয়া, উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তোতা মিয়া দাড়িয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পলাশ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মুন্সী, দপ্তর সম্পাদক জালাল শেখ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাশিদা বেগম, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি আলী আক্কাস লিটন শেখ, ইউপি সদস্য শাহানুর শেখ সহ  উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি তোতা মিয়া দাড়িয়া বলেন, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের কর্মে ফিরিয়ে আনার জন্য বা ধান কাটার জন্য আমরা এই কাঁচি বিতরণ করলাম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *