কোটালীপাড়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ
করোনা প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ সোমবার থানা চত্ত্বর থেকে শুরু করে মহুয়ার মোড় হয়ে উপজেলা সদর পর্যন্ত ভ্যান চালক ও পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কোটালীপাড়া থানার ওসি (তদন্ত ) মো: জাকারিয়া, এসআই হিমেল রানা, এসআই আব্দুল করিম, এসআই আমিনুলসহ থানার বিভিন্ন অফিসার ও কনস্টেবলগন উপস্থিত ছিলেন।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। অনেকেই মনে করছেন করোনা চলে গেছে। এ জন্য অধিকাংশ মানুষই এখন মাস্ক পড়ছেন না। যার ফলে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্তর সংখ্যা বাড়ছে। এ জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী জনগনকে সচেতন ও মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য এ কর্মসূচি হাতে নিয়েছে।