কোটালীপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ


গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই সন্তানের জনক ধর্ষক মতিয়ার রহমান মুন্সি (৬০) কে বুধবার (২৪ মে) সন্ধ্যায় হিরণ বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।
সে কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত আবুল হাসেম মুন্সির ছেলে এবং মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের পরিদর্শক।
গত মঙ্গলবার (২৩ মে) সকালে মধ্য হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই শিশুটি অন্যান্য শিক্ষার্থীদের সাথে সকাল ৭টায় স্ত্রী মাসুদা বেগমের গণশিক্ষা কেন্দ্রে পড়তে গেলে ধর্ষক মতিয়ার পড়ার ছলে পার্শ্ববর্তী নির্জন ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে শিশুটিকে। ভয়ে এ ঘটনা কাউকে না জানালেও পর দিন বুধবার (২৪ মে) সকালে পড়তে পাঠালে ফেরত আসে ভুক্তভোগী শিশুটি। জিজ্ঞেস করলে সে মা বাবাকে উক্ত ঘটনাটি জানায়। পরে তারা মেয়েটিকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিসার জন্য তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে প্রেরণ করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন— থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে, আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে মতিয়ার রহমান মুন্সিকে বিবাদী করে গত ২৪ মে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৫।