কেটে ফেলা হচ্ছে সরকারি পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধ
স্টাফ রিপোর্টারঃ নলছিটির ৫ নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান আ: মান্নান শিকদারের স্বেচ্ছাচারিতার প্রভাবে কেটে ফেলা হচ্ছে সরকারি পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধ। স্থানীয় সুত্রের খবরে পাওয়া গেছে ৫ নং সুবিদপুর ইউনিয়নের সুবিদপুর গ্ৰামে মরা বিশখালি নদীর মোহনরা খালের উপরে অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের বেরিবাঁধ ও কোটি টাকার প্রকল্পের সুলিজ স্থাপিত রয়েছে দীর্ঘ ৩০ বছর যাবত।
হঠাৎ চেয়ারম্যান তার ব্যক্তিগত স্বার্থে সুলিজের জয়েন্ট পয়েন্টে অবস্থিত বেরিবাঁধ কেটে ফেলার ষড়যন্ত্রে কিছুদিন আগে গভীর রাত্রে তাহার দলবল পাঠিয়ে বেরি কেটে ফেলার চেষ্টা করেন তখন এলাকাবাসী টের পেয়ে বাধা দিলে বাধার মুখে তারা পালিয়ে যায় ,বর্তমান গত বৃহস্পতিবার গভীর রাতে তার লোক পাঠিয়ে এলাকাবাসীকে ভয়-ভীতি দেখিয়ে রাতের আধারে কেটে ফেলেন অদ্য শুক্রবার সকালে এলাকাবাসী নিজেদের চেষ্টায় বাদ রক্ষার জন্য উক্ত কেটে ফেলার স্থানে মাটি দিয়ে কিছুটা বরাট করেন এবং চেয়ারম্যান এর এমন কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন বেরির কারণে পানি চলাচল করে না তাই মানুষের অনেক ক্ষতি হয় ভেবে আমি বেরি কেটে ফেলেছি।
বেরিবাদ সংশ্লিষ্ট চারটি গ্রাম মজগুনি, বাইতারা ,সুবিদপুর ও পশ্চিম সুবিদপুর -গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা যাহা চেয়ারম্যান তাহার ব্যক্তিস্বার্থে রাতের আধারে কেটে ফেলল এটি একটি দুঃখজনক ও অমানবিক ঘটনা