কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে দামুড়হুদা যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ ও সমাবেশ


কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগ, দর্শনা পৌর যুবলীগ, দর্শনা পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্র লীগের উদ্যোগে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করার শেষে এক সমাবেশ অনুষ্ঠিত করা হয়। আজ রবিবার ৬ই ডিসেম্বর বৈকাল সাড়ে তিনটার সময়। সমাবেশে এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি আব্দুল হান্নান ছোট,দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী , দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু সহ যুবলীগ ও ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি।