কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলায় সরিফুল ইসলাম নামের যুবক খুন

কাশিয়ানীতে প্রতিপক্ষের হামলায় সরিফুল ইসলাম নামের যুবক খুন

জমিজমা সংক্রান্ত পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হালায় হেলাল শেখ)(৩২) নামে এক যুবক খুন হয়েছে।ঘটনাটি ঘটেছে,আজ সোমবার বেলা ১২টার দিকে, কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দী গ্রামে। জানাগেছে,হিরন্যকান্দী গ্রামের জাহিদ তালুকদার ও হেলাল শেখ দুটি গ্রুপে গ্রাম্য দলাদলি করে আসছিলো।সম্প্রতি হেলাল সমর্থক বটু ঠাকুর ও জাহিদ সমর্থক পান্নু সরদারের মধ্যে জমিজমা সংক্রান্ত ব্যাপারে ঝগড়া গোন্ডগোল হয়।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেলা ১১টার সময় হেলালসমর্থক ইমরুল খন্দকারকে জাহিদ তালুকদারের লোকজন মারপিট করে।এ সংবাদ পেয়ে হেলাল শেখ তাকে দেখতে যাওয়ার সময় জাহিদ শেখ সহ ১৫/২০ জন হেলালকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে ফেলে রেখে চলে যায়।পরে হেলালকে কাশিয়ানী হাসপাতালে নিয়েগেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোশনা করে। কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এলাকার শান্তি রক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *