কাশিয়ানী উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

  গতকাল ১৯- ১১- ২০২০ ইংরেজি তারিখ সকালে কাশিয়ানী উপজেলা মিলনায়তনে সমাজসেবা কার্যালয় কাশিয়ানী কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ রায়। মূল নিবন্ধ উপস্থাপক কাশিয়ানী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জনাব এম এম ওয়াহিদুজ্জামান তার বক্তব্য সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শতভাগ সেবা প্রদান।করা হয়েছে বলে জানান। সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বয়স্ক ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সরকারি নির্দেশনা অনুযায়ী প্রদান করা হচ্ছে। উক্ত সেমিনারে প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জনাব তাপস ফলিয়া বিভিন্ন প্রকার সেবা যেমন অপ্রত্যাশিত শিশুদের জন্য বেবি হোম, বয়স্কদের জন্য বৃদ্ধাশ্রম, এতিম শিশুদের জন্য কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র, হাসপাতালের রোগীদের সেবা নিশ্চিতকরণ সহ বিভিন্ন প্রকার সরকারি সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মশিউর রহমান খান উপজেলার সমাজসেবার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সেবার আওতা বৃদ্ধি ও মানোন্নয়নে কাজ করার জন্য সমাজসেবা কর্মকর্তার নিকট প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী জাহাঙ্গীর আলম এবং কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকগণ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *