কাশিয়ানী উপজেলার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
বাঙালি জাতি আজ ১৬ই ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর অর্জিত বিজয় কে পালন করছে। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই কষ্টার্জিত বিজয়কে বাঙালি জাতি স্মরণ করে গভীর শ্রদ্ধা ও মমতায়।
কাঙ্খিত বিজয় অর্জনের এই দিনটিকে দেশব্যাপী উদযাপন করা হয় তারই ধারাবাহিকতায় আজ আজ বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কাশিয়ানী উপজেলার বিভিন্ন জায়গায় বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আজকের এই বিজয় দিবসের সূচনা করেন এরপর মুক্তিযোদ্ধা ভবন ও ভাটিয়াপাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, কাশিয়ানী নির্বাহি অফিসার জনাব রথীন্দ্রনাথ রায়, সহকারি ভূমি আতিকুল ইসলাম, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজিজুর রহমান, সহ অন্যান্য সরকারি কর্মকর্তা। উপস্থিত ছিলেন কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান, কাশিয়ানী সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা সহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের সমস্ত নেতাকর্মীগণ