কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবন বাচানোর অতিপ্রয়োজনীয় উপকরণ সরবরাহ “

সাপে কাটা রোগীর অতিপ্রয়োজনীয় এন্টিভেনম ইঞ্জেকশন, ডেংগু চিকিৎসায় প্রয়োজনীয় স্যালাইন সংকট প্রসঙ্গে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এগিয়ে আসেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য, অতি মানবীয় ব্যক্তিত্ব জনাব এস এম হুমায়ূন কবীর।

আজ সকাল ১০ঃ০০ ঘটিকায় তিনি ব্যক্তিগত উদ্যোগে কাশিয়ানী উপজেলা কমপ্লেক্সে জীবন বাচানোর অতিপ্রয়োজনীয় উপকরণ এন্টিভেনম ইঞ্জেকশন, বিভিন্ন প্রকার স্যালাইন, মাল্টিমিডিয়া প্রোজেক্টর, এয়ারককন্ডিশন, আইপিএস ও ব্লাড ব্যাংক স্থাপনের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সাথে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব মাহমুদুল ইসলাম সম্মানিত সদস্য জাতীয় রাজস্ব বোর্ড মহোদয়কে ডেংগু রোগী বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয় অবহিত করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডেংগু রোগীর পর্যাপ্ত স্যালাইন এবং ব্লাড ব্যাংক না থাকায় তাদের সুচিকিৎসা প্রদান করতে ব্যাহত হচ্ছে বলে জানান। এপ্রেক্ষিতে সদস্য জাতীয় রাজস্ব বোর্ড ডাঃ এস এম হুমায়ূন কবীর ব্যক্তিগত উদ্যোগে আরও ১০০০ ব্যাগ স্যালাইন, ব্লাড সংরক্ষণের জন্য ফ্রিজসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার আশ্বাস প্রদান করেন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *