গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্দ্যোগে আজ সকাল ১১ ঘটিকায় কাশিয়ানী থানা সংলগ্ন মাঠে আগামী ২৯/১১/২০২২ খ্রি তারিখে অনুষ্ঠিতব্য কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় সকল ফোর্স- অফিসারদের কর্তব্য, নিষ্ঠা এবং পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন।এছাড়া তিনি কাউন্সিল চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্ব্বোচ্চ সতর্ক ও তৎপর থাকার নির্দেশ দেন।