কাশিয়ানীর রাতইল ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান 2020 উপলক্ষে ইলিশ ধরা থেকে বিরত থাকা জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফ বিতরণ।
আজ ২৭/১০/২০২০ ইং তারিখ সকালে রাতইল ইউনিয়ন পরিষদ চত্বরে রাতইল ইউনিয়ন কর্তৃক আয়োজিত মা ইলিশ ধরা থেকে বিরত জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় । বছরের এ সময়ে মা ইলিশের ডিম পাড়ে ফলে এ সময়ে মা ইলিশ ধরা হলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন হ্রাস পাবে তাই উপজেলা প্রশাসন কর্তৃক ইলিশ মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে । এ কারণে ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ করা জেলেরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই তাদের সহযোগিতা করার জন্যই এই বিশেষ ভিজিএফ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ রায় বলেন ইলিশ মৌসুমে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ডিমওয়ালা মা ইলিশ রক্ষা করতে হবে এবং নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরলে তাকে আইনের আওতায় আনা হবে। কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে জেলেদের সঠিক সময়ে মৎস্য আহরণ করতে হবে ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখতে হবে এ সময় উপস্থিত কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আজিজুর রহমান বলেন জেলেদেরকে সরকারি নির্দেশনা মেনে ইলিশ মাছ শিকার করতে হবে । এক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত অনুষ্ঠানের সভাপতি রাতুল ইউনিয়ন চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ তিনি প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এবং এতে করে জেলেদের ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ সহজ হবে ও ডিমওয়ালা মা মাছ রক্ষা পাবে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ জনগণ ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দ।