কাশিয়ানীতে যাকাতের বস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট ঠিকাদার ও সাবেক ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের নিজ বাড়িতে প্রতিবারের ন্যায় এবারও অসহায়, দুস্থ ও বয়োবৃদ্ধদের মাঝে পারিবারিক যাকাতের বস্ত্র (শাড়ী ও লুঙ্গি) বিতরণ করেছেন বিশিষ্ট ঠিকাদার, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও কাশিয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মশিউর রহমান খান।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে এলাকার অসহায়, দুস্থ ও বয়োবৃদ্ধদের মাঝে তিনি পারিবারিক যাকাতের কাপড় প্রদান করেন। এসময় তিনি বলেন, আমি অতীতেও সাধারণ জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *