কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে এতিম ও সাংবাদিক নেতৃবৃন্দের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর আয়োজনে এতিম ও সাংবাদিক নেতৃবৃন্দের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল শুক্রবার ভাটিয়াপাড়ার এস বি রেস্টুরেন্টে এক মনোমুগ্ধকর পরিবেশে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম ইফতার মাহফিল ও মত বিনিময় সভার অয়োজন করে। এ সময় গোপালগঞ্জ, নড়াইল, ফরিদপুর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর পর অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের পরিচয় পর্ব শেষে অতিথেদের সাথে ফোরামের সকল সদস্যদের সাথে পরিচয় কারিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মিলটন খান।তিনি ফোরামের বিগত দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং এই মত বিনিময় সভার মাধ্যমে পার্শ্ববর্তী জেলার সাংবাদিক নেতৃবৃন্দ দের সাথে সম্পর্কের উন্নয়ন, সাংবাদিকদের মান উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম মত বিনিময় সভার মাধ্যমে বিভিন্ন জেলার সাংবাদিকদের মধ্যে সেতু বন্ধন রচিত হবে।

তারা এই আয়োজনকে সাধুবাদ জানান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুরাদুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম খান, লোহাগাড়া প্রেসক্লাব ও নড়াইল জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরামুজ্জামান মিলু, নড়াইল সাংবাদিক ইউনিয়নের কোষাধক্ষ্য ও নড়াইল প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আবু আব্দুল্লাহ, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি ও আর জে এফ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল আলম সজল, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, কাশিয়ানী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফায়েক উজ্জামান,কাশিয়ানীর সিনিয়র সাংবাদিক কে এম আতিয়ার রহমান সহ উক্ত জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ সহ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সকল সাংবাদিকবৃন্দ আলোচনা শেষে আমন্ত্রিত সাংবাদিক নেতৃবৃন্দ এবংএতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *