কালিয়া সড়কের জায়গা দখল করে স্থায়ীভাবে দোকান ঘর নির্মাণ

নড়াইলে কালিয়া উপজেলার চাপাইল- কালিয়া সড়কের জায়গা দখল করে স্থায়ীভাবে দোকান ঘর নির্মাণ, প্রশাসন নিবর থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়ন( ভূমি) অফিসে সামনে চাপাইল সড়কে গোল চত্বরের, সড়ক সংলগ্ন নিজের জায়গার সঙ্গে অবৈধ ভাবে জায়গা দখল করে ইট দিয়ে স্থায়ী দোকান ঘর নির্মাণ করেছেন চাপাইল গ্রামের আবুতালেব মোল্লার ছেলে সেলিম মোল্লা । ইতিমধ্যেই দোকান ঘর নির্মাণ ও ছাউনি দেওয়া অসম্পন্ন রয়েছে।
কিন্তু ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন ও একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে সরকারি জায়গা দখল করে এমন ভাবে স্থায়ী দোকান ঘর নির্মাণ কাজে বাধা না দিয়ে প্রশাসনের নিরব ভূ’মিকায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এই স্থাপনা নির্মাণ করায় ভূমি অফিসের সৌন্দর্যের যেমন হানি ঘটিয়েছে তেমনি ভাবে বড় কোন যানবাহন চলাচলের  সময় বাধার সৃষ্টি করবে এই দোকান ঘর, এমনটিই অবিযোগ স্থানীয়দের।
দোকান নির্মাণকারী সেলিম মোল্লার সঙ্গে যোগাযোগ করতে গেলে তার দেখা মেলেনি। এবিষয়ে কালিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ জহিরুল ইসলাম  বলেন, চাপাইল সড়কের গোল চত্বরে জায়গা দখল করে অবৈধ ভাবে বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ করা হয়ে। এ বিষয়ে আমাদের ম্যাজিস্ট্রেট নির্বাচন করা হয়েছ, অতি দূত উচ্ছেদ অভিযান পরিচলনা করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *