কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪ বোতল ফেন্সিডিল ২ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা জেলা সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ দেশের যুব সমাজকে রক্ষা করতে মাদককে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। সেই উদ্যোগকে সাফল্য করতে ও সেই লক্ষে উদ্বুদ্ধ হয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে, দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ ( ওসি) আব্দুল খালেক এর নেতৃত্বে, এসআই আতিকুর রহমান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে কার্পাসডাঙ্গা মাঝপাড়য় নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছেন পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা মাঝপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে খোকন (২৮)। একক গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে আকিবুর বিশ্বাস (৩৫)। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ। একের পর এক মাদক বিরোধী সফল অভিযান পরিচালনা করায় চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকসহ কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সকল পুলিশ সদস্যকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সহ সচেতন মহল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image