কারাবন্দী নিয়ে ঢাবির পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষকের ব্যতিক্রমধর্মী গবেষণা

কারাবন্দীদের মনো-দৈহিক প্রতি-রূপায়ন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবেশনা শিল্পকলার গুরুত্বপূর্ণ ভূমিকা’ এই ব্যতিক্রমধর্মী নান্দনিক মননকে সামনে রেখে ২০২০-২০২১ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এর তত্ত্বাবধানে একটি গবেষণা প্রকল্প পরিচালিত হচ্ছে। এই গবেষণা প্রকল্পের সহযোগী গবেষণা হিসেবে বরিশাল বিভাগের বরিশাল জেলা, পটুয়াখালী জেলা ও ঝালকাঠি জেলায় সরজমিনে উপস্থিত থেকে তথ্য-উপাত্ত ও সাক্ষাৎকার গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী অপূর্ব গোমস্তা।

বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক জনাব টিপু সুলতান মহোদয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগার শব্দের পরিবর্তে “সংশোধনাগার” শব্দটি সকলকে ব্যবহার করার জন্য আহবান জানিয়েছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী সয়ং কারাবন্দীদের মনো-দৈহিক বিনোদনের ব্যপারে এবং জেল পরবর্তী জীবন যেনো সুন্দর ও সুষ্ঠভাবে অতিবাহিত করতে পারে সেই ব্যপারে উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা প্রকল্পটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আমি গবেষণা প্রকল্পের প্রধান অধ্যাপক ড. ইসরাফিল শাহীন মহোদয়কে অভিনন্দন জ্ঞাপন করছি। কারা উপ-মহাপরিদর্শক মহোদয়ের পাশাপাশি বরিশাল জেল সুপার রত্না রায় মহোদয় প্রশংসা জ্ঞাপন করেছেন। পটুয়াখালী কারাগারের ডেপুটি জেলার জনাব মোঃ ইব্রাহীম মহোদয় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ঝালকাঠি সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব শাহপার পারভীন এবং ঝালকাঠি সদর উপজেলার প্রধান জনাব মোঃ আসাদুজ্জামান ঝালকাঠি কারাগারে তাদের কর্মকান্ড সম্পর্কে ধারনা দেন এবং এ বছর ঝালকাঠি কারাগারে তাদের কর্মকান্ডের নথি পড়ে শুনান।

এছাড়াও বরিশাল শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জনাব হাসানুর মাকসুদ মহদোয়, পটুয়াখালীর কালচারাল অফিসার কামরুজ্জামান, ঝালকাঠির কালচারাল অফিসার জনাব মোঃ মামুন তাদের স্ব স্ব জেলার কারাগারে তাদের কর্মকান্ড সম্পর্কে বলেন।

এছাড়াও গবেষণা সহযোগী প্রতিটি জেলায় গিয়ে উপরে বর্নিত কর্মকর্তাদের সাক্ষাৎ ছাড়াও স্ব স্ব জেলার একসময়ে যারা কারাবন্দী ছিলেন তাদের সাথে সাক্ষাৎ করেন এবং কারাকালীন জীবন সম্পর্কে বিচিত্র গল্প শুনেন। পরবর্তীধাপে বরগুনা, পিরোজপুর ও ভোলা জেলার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *