কারাবন্দিদের সুস্থ বিনোদনের লক্ষ্যে ৯টি এলইডি টেলিভিশন উপহার দিলেন গোপালগঞ্জের ডিসি শাহিদা সুলতানা

গোপালগঞ্জ কারাগারে কয়েদিদের জীবনমান উন্নয়ন এবং সুস্থ বিনোদন উপভোগের মাধ্যমে জীবনের অন্ধকার দূর করতে এলইডি টেলিভিশন উপহার দিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ওসাকা ব্র্যান্ডের ৩২” সাইজের ৯টি এলইডি টেলিভিশন জেলা কারাগারের কয়েদিদের হাতে তুলে দেন তিনি।

টেলিভিশন হাতে পাওয়ার পর কয়েদিদের মাঝে দারুণ এক আবেগি পরিবর্তন পরিলক্ষিত হয়। বন্দী জীবনের রুটিন ধারায় এতদিন তারা নির্দিষ্ট গণ্ডির চাওয়া-পাওয়ার বাহিরে অন্য কিছু কল্পনায়ও আনতে পারতেন না, আজ সেখানে তাদের হাতে টেলিভিশন!! কয়েদি জীবন মানেই শুধু শান্তি নয়, খবর, নাটক-সিনেমা প্রভৃতি অনুষ্ঠান থেকে জীবনের জন্য প্রয়োজনীয় এমন সব অনুষ্ঠানাদি উপভোগের মাধ্যমে জীবনের গতিপথ পরিবর্তনের সুযোগ রয়েছে। এমন অনুভূতি ও উপলব্ধি তাদের মনে উঁকি মেরেছে।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়দুর রহমান, জেলার মুশফিকুর রহমান, ডেপুটি জেলার মো. রাহাত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

কয়েদিদের টেলিভিশন উপহার দেওয়ার প্রতিক্রিয়ায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা বলেন, কারাগার শুধু শাস্তির জায়গা না, এখান থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ আছে, যারা এটাকে সংশোধনের ক্ষেত্র হিসেবে মনে করেন, সাজা ভোগের পর বাহিরে বেরিয়ে নতুন জীবন পরিচালনা করা তাদের জন্য সহজ হয়ে যায়। এজন্য গোপালগঞ্জ কারাগারে কয়েদিদের সুস্থ বিনোদন উপভোগের পাশাপাশি সংশোধনের সহায়ক পরিবেশ তৈরীর লক্ষ্যে তাদেরকে টেলিভিশন উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সবগুলো ওয়ার্ডে টেলিভিশন প্রদান করা হবে।

পরে সকলে কারাবন্দীদের পরিবেশনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *