করোনায় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন মানবিক ডা. অমৃত লাল বিশ্বাস

দেশজুড়ে করোনা (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি ক্রমে বেড়েই চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত লকডাউন কার্যকর রয়েছে। গোপালগঞ্জেও করোনা (কোভিড-১৯) সংক্রমণের হার আগের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গোপালগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যসুরক্ষা দিতে বিশিষ্ট সমাজসেবক ও মানবিক চিকিৎসক ডা. অমৃত লাল বিশ্বাস নিজ উদ্যোগে তার নিজস্ব অর্থায়নে সোমবার (২৮ জুন) আড়াই হাজার পিস সার্জিক্যাল মাস্ক ও একশত পিস হ্যান্ড স্যানিটাইজার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রদান করেছেন।

স্বাস্থ্যসুরক্ষা এ সামগ্রীগুলো ডা. অমৃত লাল বিশ্বাসের হাত থেকে গ্রহণ করেন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক ডা.অসিত কুমার মল্লিক। এ সময় স্বাস্থ্যবিধি মেনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের চিকিৎসক ডা. আহমেদুল কবির, প্রশাসনিক কর্মকর্তা ওবায়দুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হারুন অর রশিদ, স্টোর কিপার সরদার আশিক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। মানবিক চিকিৎসক ডা. অমৃত লাল বিশ্বাস করোনা পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার অনুরোধ জানিয়ে আপদকালীন সময়ে সকল সামর্থ্যবান চিকিৎসকদেরকে বিপদে মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *