করোনা ভাইরাস ও বর্ষা পরবর্তী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনসাধারন। এরই ধারাবাহিকতায় “গোবিন্দগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন” ২০০৮ সালে প্রতিষ্ঠিত একটি জনপ্রিয় সামাজিক সংগঠন তাদের সদস্যদের সহায়তায় দুস্থ মানুষের পাশে দাড়াঁনোর বারংবার উদ্যোগ গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে গোবিন্দগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন সংগঠনের নিজস্ব অর্থ সহায়তায় (১০ অক্টো:) শনিবার সকাল ১০ ঘটিকায়
গোবিন্দগঞ্জ মহিলা কলেজ প্রশাসনিক ভবন ও কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মহিলা কলেজের আশেপাশের লোকজন হোটেল শ্রমিক, ভ্যানচালক, দোকান কর্মচারী, বিধবা ও বয়স্কদের প্রায় ৫০ জনের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ৩ কেজি চাল, দেড় কেজি আলু, হাফ কেজি মশুর কালাই, বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ মহিলা কলেজ এর সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব জহুরুল হক, অধ্যাপক শাহ আলম,এবং সার্বিক দায়িত্ব ও সহযোগিতা করে গোবিন্দগঞ্জ স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর এক ঝাঁক পরিচিত মুখ ও ও উপদেষ্টাম মন্ডলীর সদস্যগন।
এসময় সংগঠনের নেতারা বলেন, এই সামান্য উপহারে অনেকেই আনন্দ অশ্রু সিক্ত হয়ে আমাদের মন ভরে দোয়া করেছেন। আসলে খুব সামান্যতেই মানুষকে খুশি করা যায়, যা আমাদের অনুপ্রেরণার পাথেয় হয়ে থাকবে। নেতারা আরও বলেন ভবিষ্যতে বাংলাদেশের যে কোন দুর্যোগে আমরা জনগণের পাশে থাকবে ইনশাআল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *