ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক বৈজ্ঞানিক সেমিনার ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সার্বিক সহযোগিতায় বিকাল ৪ টায় সেমিনার শেষে আকর্ষণীয় রেফেল ড্র অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ নূরুল হুদা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট এরিয়া ম্যানেজার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোঃ ফিরোজ আহমেদ, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ম্যানেজার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডা. আবু আহাদ, এমওডিসি ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মোঃ শাহরিয়ার তাহমিদ ফয়সাল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহফুজ আলম জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আফরোজা শাহীন প্রমুখ।