ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বিএমপি পুলিশ কমিশনার
চলমান পবিত্র মাহে রমজানের আর কয়েকটি রোজার পরেই আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে আজ সোমবার ২৭ এপ্রিল বেলা ০৪:০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি এবং বিএমপির পুলিশ কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান,(বিপিএম-বার) মহোদয় বরিশাল নগরীর লঞ্চ টার্মিনালসহ পুরো লঞ্চ ঘাট এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
এসময় তিনি লঞ্চঘাট এলাকায় যাএীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তার সুবিধার্তে স্থাপিত পুলিশ কন্ট্রোলরুম পরিদর্শন করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা (বিপিএম-বার) বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি, বিএমপি দক্ষিণ বিভাগের অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ সহ লঞ্চটার্মিনালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।