ইরাক থেকেও মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে

ইরাক

আফগানিস্তানের পর এবার ইরাক থেকেও প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে  মার্কিন সেনাদের।

এ ব্যাপারে ইরাকের সেনা ও মার্কিন সেনারা একমত হয়েছেন বলে জানা যায়। চলতি বছরের শেষের দিকে এ সেনা প্রত্যাহার শুরু হবে ইরাক প্রত্যাশা করছে। খবর আরব নিউজের।

মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এখন কী প্রয়োজন? আমাদের প্রয়োজন প্রশিক্ষণ, গোয়েন্দা দক্ষতা বৃদ্ধি এবং বিমানবাহিনীকে আধুনিক করা।

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে কথা বলতে গত বৃহস্পতিবার পেন্টাগনে যান ইরাকের শীর্ষ সামরিক কর্মকর্তারা।

পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে আরও আলোচনা হবে।

আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক হবে ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমির।

দুই নেতার ওই বৈঠকে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে জানা গেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *