আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ  নির্বাচনে অপ্রীতিকর ঘটনা ও সহিংসতা এড়াতে নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩নভেম্বর) দুপুর ১২টায় নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিউল্লাহ,সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার,কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম,কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া,নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন,ওসি ডিবি,সুকান্ত সাহা সহ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে ১০০৮টি  ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮শে নভেম্বর অনুষ্ঠিত হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *