আশুলিয়া জামগড়ায় হত্যার উদ্দেশ্যে মারপিট থানায় অভিযোগ,

ঢাকার অদূরে আশুলিয়া থানাধীন জামগড়া রুপায়ন মাঠ এলাকায় মোঃশাহাদাৎ হোসেন নামে এক ব্যক্তিকে মোঃ ,রনি নামে এক ব্যক্তি মোবাইল ফোনে দাওয়াত খাবার কথা বলে ডেকে এনে হত্যার উদ্দেশ্যে মারপিট ও টাকা পয়সা জোরপূর্বক নেওয়া অভিযোগ পাওয়া গেছে৷গত ১৭-৯-২০২০ বৃহস্পতিবার হনুমান সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে জামগড়া রুপায়ন মাঠের পাশে৷ শাহাদাৎ তিনি পেশায় একজন ব্যবসায়ী৷ভুক্তভুগি জানান অভিযুক্ত ব্যক্তি রনি পূর্ব পরিচিত থাকায় তার ডাকে সাড়া দিয়ে তিনি তার কাছে যান। এবং যাওয়া পরে তাকে একটা বাড়িতে নিয়ে আটকে রেখে মোঃ রনি বয়স(৩৮)এবং তার সাথে অজ্ঞাত ৪-৫ জন মিলে জোরপূর্বক মারধোর শুরু করেন,এবং ভয় ভীত দেখিয়ে কিছু নামী দামী ব্যক্তির নামে আজেবাজে কথা বলানোর জন্য বাধ্য করেন । এবং সেটা মোবাইলে রেকর্ড করেন । ভুক্তভুগি জানান, বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে এলাকাবাসী জানান রনি একজন খারাপ প্রকৃতির মানুষ সে এলাকায় অবৈধ গ্যাসের লাইন দিয়ে প্রতিটি বাড়ি থেকে ৩০০ টাকা করে আদায় করেন । তাই প্রশাসনে অচিরেই প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করবেন এমনটাই আশা করছে এলাকার সাধারণ জনগন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *