আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

 হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সহযোদ্ধা জাতীয় ৪ নেতা হত্যায় সারা দেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৃথক ভাবে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ রা নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলার কুঠিবাড়ী চত্ত্বর থেকে এক বিশাল র‌্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে উপজেলা চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে শহীদ জাতীয় ৪ নেতার স্বরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলার মাজেদুল ইসলাম, কাউন্সিলার শাহিন আকন্দ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজওয়ানুর রহমান, জেলা সেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মানজুদুর রহমান লাভলু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, যৃুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি,উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ,যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সাদ্দাম, বাবুল ইসলাম, উপজেলা আওয়ামী তাঁতী লীগের আহবায়ক আব্দুল মমিন শেখ রুবেল,উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য সচিব রবিউল ইসলাম।এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু ও তার সহচর শহীদ জাতীয় ৪ নেতার স্বরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *