আইনের প্রয়োগ কোথায় ? এ দায় কার বাজার কমিটির নাকি প্রশাসনের ?

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মান বাড়িয়া জেলা প্রতিনিধিঃ দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জেলা প্রশাসন কোথাও রেড জোন,কোথাও লক ডাউন আবার কোথাও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে স্বাস্থ্য বিধি লঙ্ঘন হচ্ছে এমন যায়গায় ভ্রাম্যমাণ আদালত আদালত পরিচালনা করেছেন। নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নবীনগরে করোনা প্রাদুর্ভাব রোধ করতে। যার ফলশ্রুতিতে গত মঙ্গলবার উপজেলা বৃহত্তর গরুর বাজার বাইশ মৌজা বাজার জমায়েত ঠেকাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম স্বশরীরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। চারদিন না পেরোতেই শনিবার উপজেলার আরেক বৃহত্তর গরুর বাজার শ্রীঘর বাজারের এমন চিত্র সকল পরিশ্রমকে কোথায় নিয়ে যাচ্ছে ?? এই পর্যন্ত নবীনগর উপজেলায় ১১১জন করোনা আক্রান্ত রোগীর সংবাদ গণমাধ্যম প্রকাশ পেয়েছে সেখানে এতো বড় গণজমায়েত হয় কোন আইনের বলে ?? নবীনগর উপজেলায় করোনা নিয়ে এতো সংশয়ের মধ্যে বাজার কমিটির এই আয়োজন কতটুকু সমীচিন ??



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *