অবশেষে ভিডিও ভাইরাল হওয়া শিশু নির্যাতনকারী আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা।।

নড়াইলে ইউপি চেয়ারম্যান ফোরকান মোল্যার শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল

শিশু নির্যাতনকারী নড়াইলের নড়াগাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঐসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফোরকান মোল্যার নামে অবশেষে মামলা হয়েছে। ১০ মে (সোমবার) রাতে নির্যাতিত শিশুটির বাবা কাইয়ুম চৌধুরী বাদী হয়ে নড়াগাতী থানায় এ মামলা দায়ের করেন। এই মামলায় দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আসামিরা আত্মগোপন করেছে। তবে তাদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে। উল্লেখ্য, নড়াগাতি থানার বাঐসোনা ইউনিয়নের মধুপুর এলাকায় সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে ১২ বছরের ওই শিশুটিকে অমানবিক নির্যাতন করা হয়।

ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান ফোরকান মোল্যা শিশুটিকে ব্যাপক মারধরসহ লাথি মারছেন এবং গালিগালাজ করছেন। এ সময় অপর ব্যক্তিও ওই শিশুটিকে মারধর করে। নির্যাতনের ভিডিও গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠে।

এ ব্যাপারে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহ মো. ফোরকান মোল্যা বলেন, ‘সুপারি চুরির ঘটনায় ওই কিশোরকে ধরে আমাকে খবর দেওয়া হয়েছিল। তাকে ২/৩টা চর থাপ্পড় দিয়ে তার গার্জিয়ানকে দিয়ে দিয়েছিলাম। ঘটনাটি ৬ মাস আগের। কে বা কারা ভিডিওটি ফেসবুকে আমার নামে ফেক আইডি খুলে ছড়িয়ে দিয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *