অধ্যক্ষের অপসারন দাবীতে আমরন অনশন আইএইচটি টুঙ্গিপাড়ার শিক্ষার্থীদের।
বাংলাদেশ স্বাস্থ শিক্ষা অধিদপ্তরের অধীনস্ত যে কয়টি সরকারি আইএচটি রয়েছে তাদের মধ্যে একটি হলো ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। ২০২০ এ শুরু হওয়া প্রতিষ্ঠানটির এখনো হয়নি কোন আর্থিক কোড নেই বিশেষ কোন জনবল নেই কোন আসবাবপত্র ক্লাসের বন্দোবস্ত নড়বড়ে।
এরকম নানাপ্রেক্ষিতে আমরন অনশনে বসেছে শিক্ষার্থীরা সঙ্গে দিয়েছেন ১১ দফা দাবী। ১১ দফার সবচেয়ে জোড়ালো দাবী বর্তমান অধ্যক্ষ ডা. কাজী এনামূল হকের অপসারন।
অভিযোগ বর্তমান অধ্যক্ষ ডা. এনামূল হক অধ্যক্ষ পদে আসিন হওয়ার পর থেকে তার মাঝে দায়িত্বহীনতার ছাপ খুজে পাওয়া যায়। অধ্যক্ষ হওয়ার পরের প্রতিষ্ঠান নিয়ে নেই কোনো মাথাব্যাথা। নতুন প্রতিষ্ঠানগুলো যেখানে দ্রতগতিতে এগিয়ে যাচ্ছে সেখানে এতদিনে প্রতিষ্ঠানের আর্থিক কোড প্রতিষ্ঠিত করতেও ব্যর্থ্য তিনি।
শিক্ষার্থীদের অভিযোগ তিনি প্রতিষ্ঠান পরিচালনায় অপারগ। অধিকাংশ সময় অবস্থান করেন বাইরে।
কেন্দ্রসংক্রান্ত জটিলটা দাবীও অন্তর্ভূক্ত করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল ৯ টায় প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের সামনে পোস্টার ফেস্টুন প্লাকাড হাতে নিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. হুমায়ুন আহমেদ বলেন “ শিক্ষক জটিলটা থাকলেও বাইয়ের গেস্ট টিচার দিয়ে ক্লাস কার্যক্রম আপাতত চলছে। জনবল নেই আসবাবপত্র নেই এ বিষয়ে আক্ষেপ ও প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী আফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন ” বিষয়টি নিয়ে তারা আগেও বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছে। আমি বিভিন্ন মাধ্যম মারফত অবহিত করে প্রাথমিক পর্যায়ে ক্লাস কার্যক্রমের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের প্রধান দাবী অধ্যক্ষের অপসারন। তিনি প্রতিষ্ঠানটির এমন অবস্থাদেখে তীব্রভাবে ব্যাধিত হন। শিক্ষার্থীদের ১১ দফা দাবী পূরনে তিনি দ্রুত পদক্ষেপ নিবেন বলে অনশনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
অনশনরত শিক্ষার্থীরা মিডিয়া মারফত উর্ধ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষনে করজোর নিবেদন করেন।