Taposh Kor ফিসারী ব্যবসায় লস-তারাকান্দায় যুবকের আত্নহত্যা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১ নং তারাকান্দা ইউনিয়নের মধুপুর গ্রামে রাশেদ মিয়া(৪৫) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।আত্নহত্যা করা যুবক মধুপুর গ্রামের এরশাদ আলীর পুত্র। জানা গেছে, আজ(২৬ আগষ্ট)বৃহস্পতিবার দুপুরে ১ টায় নিজ বসত ঘরের ধন্যার সাথে গলায় ফিসারীর নেট পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে রাশেদ এই ঘটনা ঘটান বলে জানিয়েছেন স্বজনরা।রাশেদ মিয়ার ৮ বছরের ছেলে মাহিন জানায় তার বাবা তাকে বলেছিল তুমি অন্যঘরে গিয়ে ঘুমাও আমাকে বিরক্ত করোনা “আমি একটু ঘুমাবো।”কিছু সময় পরে ঘরটিতে শব্দ হলে মাহিন তার মাকে বলতে যায় যে ঘরটিতে শব্দ হচ্ছে।তারপর সবাই এসে দেখে রাশেদ মিয়া ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান,আত্নহত্যা করা যুবক রাশেদ ফিসারী ব্যবসায়ী ছিলেন।প্রাথমিকভাবে স্বজনদের কাছে জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন ফিসারী ব্যবসায় বিনিয়োগকৃত টাকায় লসের কারণে হতাশাগ্রস্থ হয়ে আত্নহননের পথ বেছে নেয় রাশেদ।এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।