দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মুকসুদপুরে আ.লীগের মতবিনিময় সভা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পুরাতন মুকসুদপুর ফারুক খান এমপি’র নিজ বাড়ীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ মতবিনিময সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।
মুকসুদপুর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এ্যাডঃ আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রবিউল আলম সিকদারের সঞ্চালনায়, মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এস, এম আক্কাস আলী, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু, যুগ্ম-সাধারন সম্পাদক এম মহিউদ্দিন আহম্মেদ মুক্ত মুন্সী, মোচনা ইউনিয়ন আ.লীগের সভাপতি নাসির খন্দকার, জলিরপাড় ইউনিয়ন আ. লীগের সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার প্রমূখ। মতবিনিময় সভায় প্রধান অতিথ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এবং বাংলাদেশ আওয়ামীলীগ যাকে দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দিবেন, সকলে ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর জন্য কাজ করে তাকে বিজয়ী করতে আহবান জানান। দলীয় চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি ঘোষনা দেন।