রং-বেরঙের বেলুন উড়িয়ে গোপালগঞ্জে মুজিববর্ষ দাবা লীগের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে দাবা লীগ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ পুলিশ লাইন মাঠে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন তিনি। পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহমানের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যকরী সদস্য শরিফুল ইসলাম রিয়াদ, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দাবা’র আহ্বায়ক নিজামুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, যেকোন খেলাধুলায় একজন ভালো মানের খেলোয়াড় হতে প্রয়োজন প্রবল ইচ্ছাশক্তি ও মনোবল। আমাদের সময় খেলাধুলোর এত আধুনিক ব্যবস্থা ছিলো না। আর এখন সবধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ভালো মানের খেলোয়াড় তৈরি হচ্ছে না।

তাই লেখাপড়ার পাশাপাশি সংশ্লিষ্টদের ভালমানের খেলোয়াড় তৈরি করার উদাত্ত আহ্বান জানান তিনি। এজন্য যেকোনো ধরনের সার্বিক সহযোগিতা প্রদানেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে বিশিষ্ট ক্রীড়াবিদ ও আবাহনী ক্রীড়াচক্রের সাবেক অধিনায়ক, আজীবন সদস্য আহম্মদ আলী খান, ওয়ার্ল্ড চেস ফেডারশনের ন্যাশনাল ইন্সট্রাক্টর ও আরবিটার হাসনাত এলাহী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মুজিববর্ষ দাবা লীগ প্রতিযোগিতায় জেলার মোট ৯টি দলের ৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *