আদিবাসী জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতর
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়। ২৭শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা কমিউনিটি হাসপাতালের সামনে কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন। ৫ নং সাপমারা ইউনিয়নের মাদারপুর, জয়পুর আদিবাসী পাড়া এবং সাপমারা গ্রামের ১০০টি দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন আমরা গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান শীতার্ত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ অব্যাহত রাখবো। আমরা পর্যায়ক্রমে সকল দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করবো। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, বিজয় টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক রাত দিনের খবর পত্রিকা নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ডিপটি প্রধান, সাপমারা ইউনিয়ন পরিষদের সচিব, ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য মিনহাজ শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।