চিতলমারীতে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।আজ ৪-১-২০২১ সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং সকাল ১০ টায় কেক কাটা হয়।
। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ বাবুল হোসেন খান,সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুবলীগের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহতাবুজ্জামান, দপ্তর সম্পাদক শেখ স্বপ্নীল আকাশ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সী,সহ-সভাপতি গোবিন্দ মজুমদার, সাধারণ সম্পাদক রবিন হীরা,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বিত হোসেন,সাংগঠনিক সম্পাদক তুষার মন্ডল, উপজেলা ছাত্রলীগের (সাবেক) সভাপতি লিটন মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগের (সাবেক) সাধারণ সম্পাদক মোঃ জামাল মুন্সী,৭ নং সন্তোষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ সিকদার ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ ও সদস্যগণ।বেলা সাড়ে ১১ টায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে মিষ্টি বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।