গোপালগঞ্জ কাশিয়ানী জাতীয় সমাজ সেবা দিবসে পালিত হল ও আলোচনা সভা
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতিয় সমাজ সেবা দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ম হল রুমে জাতিয় সমাজ সেবা দিবসটির আয়োজন করেন সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াজিদুজ্জামান।
দরিদ্রদের কর্মসংস্থান প্রধান মন্রীর অবদান,প্রধান মন্রীর ঘর প্রদান মুজিব বর্ষের অঙ্গিকারসহ বহুবিধ শ্লোগানের মধ্যদিয়ে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্র নাথ রায়।
সমাজ সেবা দিবসের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু,বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী হাসপতালের ডাঃ সুব্রত কুমার,মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু, কাশিয়ানী উপজেলার এতিম প্রতিবন্দি বয়স্ক বিধবাগণ এবং সাংবাদিকবৃন্দ।
বিভিন্ন আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার ইউপি সদস্য এ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের উদ্দশ্য করে বলেন দুঃস্থ এতিম বিধবা বয়স্ক ইত্যাদির ভাতা প্রদানের কার্ড করার কথা বলে যদি অসহায় দরিদ্রদের কেউকোন আর্থীক প্রতারণা করে তাকে কঠিন ভাবে আইনের আওতায় আনা হবে কোন প্রতারণা সহ্যকরা হবে না।