বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএ-৩৭৭৭ মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএ-৩৭৭৭ মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, এনডিসি,এইচডিএমসি,এএফ ডব্লিউসি,পিএসসি,জি,জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া।
আজ দুপুর দুইটায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে, সকলে ‘৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শাহাদাত বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।