অল্পের জন্য বেঁচে গেল টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ঢাকাগামী যাত্রী গণ

আজ ৩০ ই ডিসেম্বর বিকেল ৫:১০ মিনিটে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেস গোপীনাথপুর কাজী জহিরুল হক কলেজ রোড এবং হাইওয়ে সংলগ্ন মোড়…(ইউনিয়ন পরিষদের দহ্মিন পাশে) এ স্থানে এসে এক পাগলকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনার সম্মুখীন হয়।

। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল ৫:১০ মিনিটে গোপালগঞ্জের সদর থানার গোপীনাথপুর মোড় অতিক্রম কালে এক পাগলকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনার সম্মুখীন হয়। আশঙ্কাজনক গুরুতর অসুস্থ – ৩। নিহত-০, তাদের আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গোপালগঞ্জে ভর্তি করা হয়েছে।

যথাসময়ে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে ।

 

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *