“ভাবনা”

 মাঝে মাঝে বড্ড ভাবী যে আকাশ

হয়ে যাবো..

মন চাইলে এক পশলা বৃষ্টি ছেড়ে

দিবো..!!

না বাবা থাক! আকাশ হয়ে লাভ নেই —

আমি বরং নদী হয়ে যাবো..

উথাল পাথাল ঢেউয়ের স্রোতে গা ভাসিয়ে দিবো..!!

আচ্ছা বলো তো আকাশ হওয়া ভালো না নদী হওয়া..?

কোনটির মাঝে সহজেই নিজেকে লুকিয়ে ফেলো যায়..?

আমি তো বলি জীবন যৌবন ছেড়ে বাঁধ হয়ে যাও..

অজস্র কষ্ট আর হাহাকার এমনই সয়ে নাও…!!

আমি কিন্তু ভাবছি আকাশ হয়ে যাবো…

ইসস! আকাশের কি রং, রূপ, যৌবনের বৃতিষ্ণা..;

কি সহজেই না মুহূর্তেই বদলে ফেলে গায়ের পোশাক..!

উফ! আজ আমিও হয়ে গেলাম সাতরঙা রংধনু….!!

আচ্ছা বন্ধু বলো তো তুফান হলে কেমন হয়…

আহা! সে কি তেজ; সে কি সর্বগ্রাসী গর্জন……..!!

লুণ্ঠন জ্বলানো নীবু নিবু আলোর মাঝেও সে কি অর্জন..

আবার মুহূর্তেই থেমেও যায়;

শুধু সবটুকু সঙ্গে নিয়ে যায়..

না বাবা থাক!

তুফান হয়ে কাজ নেই…

আমি তো মানুষ; মানুষের আবার তুফান হওয়া ভালো না..

মানুষ তো কোমলতার প্রতীক;

অপরের স্বার্থে~ নিবেদিত নিষ্পেষিত প্রাণ….!!

ভাবছি মরুভূমি হলে মন্দ হয় না; কি বলো …?

আহা! কি সেই তীব্র প্রখরতা;

কি সেই গহীন নিস্তব্ধতা..!

 মানুষের আবার নিস্তব্ধতা তে বড্ড ভালো মানায় ইদানিং..

রং, রূপ, রস, যৌবনের প্রেমে পরে মানুষ..

দিন দুপুরে হৃদয় পাড়ে একলা উড়ায় ফানুস…!!

আমি কিন্তু একাকিত্ব হয়ে গেছি…

নিথর, নির্ঝর, নিষ্প্রাণ মন নিয়ে বসে আছি একলা বিকাল..

সেই যে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে;

আর যে গেলোনা..

গেলোনা গেলোনা বলে যে মনের গহীনেই রয়ে গেলো..!!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

preload imagepreload image