মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসি ল্যান্ড নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জের আতিকুল ইসলাম

মুজিব শতবর্ষ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসি ল্যান্ড নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম। ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মানে ভূষিত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মোঃ আতিকুল ইসলামের হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। শ্রেষ্ঠ এসি ল্যান্ড নির্বাচিত হওযার পর এক প্রতিক্রিয়ায় মোঃ আতিকুল ইসলাম বলেন, ‘জনবান্ধব ভূমি সেবায় বিশেষ অবদানের জন্যে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড)- এর এই স্বীকৃতি অক্ষয় হয়ে থাকবে। এসি এই প্রাপ্তি ও অর্জন আমার অফিস এবং অধীনস্থ তহসিল অফিসগুলোর সকল সহকর্মীর সম্মিলিত প্রয়াসের ফসল। তিনি আরও বলেন, ‘আমাদের মত নবীনদের এভাবে অনুপ্রাণিত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *