ইতিহাসের পুনরাবৃত্তি: ’৭১-এর হুবহু কপি ২০২১ সালের ক্যালেন্ডার!
ইতিহাসের পুনরাবৃত্তির হাজারো উদহারণ আছে। তেমনি এক বিরল পুনরাবৃত্তি ঘটেছে ২০২১ সালের ক্যালেন্ডারের সঙ্গে।
আসছে বছরের ক্যালেন্ডারের সঙ্গে গত ১২০ বছরের মধ্যে ১২টির মিল পাওয়া গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ১৯৭১ সালের ক্যালেন্ডার।
মজার বিষয় হচ্ছে ১৯৭১ সাল এবং ২০২১ সালের ক্যালেন্ডারের রয়েছে হুবহু মিল। ১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। চলতি বছরের প্রথম দিনও শুক্রবার। এমনকি দুটি বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে। শুধু প্রথম কিংবা শেষ দিন নয়, বছরের প্রতিটি দিনের তারিখ ও বারের মধ্যে রয়েছে হুবহু মিল।