গোপালগঞ্জে বাস মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত, নবগঠিত আহ্বায়ক কমিটির নিকট ক্ষমতা অর্পণ
গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বাস মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে উক্ত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও লতিফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর হোসেন কালু’র সভাপতিত্বে সাধারণ সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ইমদাদুল হক মোল্যা, মোঃ ইলিয়াছ হোসেন, বাদল শেখ, মালিক কামিল সরোয়ার, আসমত শিকদার, নওসেদ মুন্সি, হেদায়েত আলী, কার্তিক বাবু, বাবুল শেখ সহ বাস মালিক সমিতির সাবেক ও বর্তমান কর্মকর্তারা।
পরে দুপুরে বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জাফর হোসেন কালু বাস মালিক সমিতির কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের নিকট ক্ষমতা হস্তান্তর করেন। এর আগে ইমদাদুল হক মোল্যাকে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৩ মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটি নতুন নির্বাচন দিবেন বলে জানাগেছে। সাধারন সভাকে কেন্দ্র করে সকাল থেকে মালিক সমিতির দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।