বঙ্গবন্ধুর সমাধিতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আজ ১৯ই ডিসেম্বর শনিবার বেলা ১২ টায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পগুচ্ছ অর্পণ করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আক্তার।

এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আক্তার টুঙ্গিপাড়ায় অবস্থানকালে জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এসময় সেখানে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস, টুংগীপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, শেখ পরিবারের সন্তান শেখ হিরা, টুংগীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ নুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত বইতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আক্তার মন্তব্য ও স্বাক্ষর করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *