টুঙ্গিপাড়া পৌরসভায় নৌকা প্রতীক চান ৮ জন প্রার্থী


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মস্থান গর্বিত গোপালগঞ্জের ভিআইপি টুঙ্গিপাড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের টিকেট চান ৮ জন।
তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর এ পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত প্রধানমন্ত্রীর জম্ম মাটির এ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের টিকিট পেতে ৮ জন মাঠে রয়েছে।
এখানে বিএনপি, জামায়াত বা অন্যকোন রাজনৈতিক দলের কোন মেয়র প্রার্থীর তৎপরতা নেই। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ যাকে মানোনয়ন দেবেন তিনিই মেয়র নির্বাচিত হবে। বুধবার আওয়ামী লীগের টিকেটে পেতে ৮ জন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের কাছে আবেদন ও জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, টুঙ্গিপাড়া পৌরসভার বর্তমান মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র মোঃ ইলিয়াস হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ কামরুল হাসান টবা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, শেখ পরিবারের সদস্য শেখ জাহিন হোসেন সাবু।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ( দৈনিক শতবর্ষ ) বলেন, দলীয় মনোয়ন পেতে ৮ জন আবেদনপত্র ও বায়োডাটা জমা দিয়েছে। আমরা ৮টিই গ্রহন করেছি। এগুলো আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠিয়েছি। আওয়ামী লীগের মনোনায়ন বোর্ড টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করবে।