বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ইসলামি আন্দোলনের পক্ষে মিছিল ও সমাবেশ।
আজ বৈকাল সাড়ে চার টার সময় চুয়াডাঙ্গা জেলা ইসলামি আন্দোলন এক সমাবেশ করেন এই সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করেন। এবং পরে চুয়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে মুক্ত মঞ্চে বিজয় দিবস উপলক্ষে বক্তব্য দিলেন। বক্তৃতা দিতে গিয়া বলেন, আজ আমরা স্বাধীনতা লাভ করেছি। তার বিনিময়ে ৩০লক্ষ মা বোনের ইজ্জত ও বহু মানুষের রক্তের বিনিময়ে আজকের এই বিজয় অর্জন।
আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্বপূর্ণ ও অপরিসীম, যারা বাংলাদেশ স্বাধীন করার জন্য জীবন যৌবন দিয়েছে। সেই সময় সাহস করে মা বাবা ও আপন মানুষ ছেড়ে পাকিস্তানের বিপক্ষে লড়াই সংগ্রাম করে। সেই সব মুক্তিযুদ্ধাদেরসহ সমগ্র জাতির অবদানের কথা তাদের কে আমরা গভীর ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। জাতি এমন এক সময় মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেন্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। একদিকে করোনা মহামারীর কারণে মানুষ অত্যন্ত কষ্ট কর জীবন যাপন করছে, অপর দিকে স্বাধীনতার মূল অর্জন মানবিক অধিকার হাড়িয়ে দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করছে। দেশ ও জাতি অতন্দ্র প্রহরী উলামায়ে কেরামতি একটি চিহ্নিত মহল দেশের স্বাধীনতা বিরোধী বলে উদ্দেশ্য পৃর্নভাবে অপমান ও কটাক্ষ করছে।
মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে দেশবাসী আজ দিশেহারা, দেশে আজ বিরাজমান রাজনৈতিক সক্টট থেকে দেশ কে উদ্ধার করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন বিপন্ন হতে না, পারে সেই জন্য দেশ বাসীকে সতর্ক থাকতে হবে। জাতীয় ও ঐক্য গড়ে তলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষার প্রতিগ্জাবদ্ধ হতে হবে। এবং বক্তব্য শেষে জাতির প্রতি মোনাজাত দুয়ার অনুষ্ঠিত করেন। আজকের বিজয় দিবস উপলক্ষে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা ইসলামি আন্দোলনের সভাপতি হাসাজ্জামান সজীব ও জেলা সাধারণ সম্পাদক তুষার ইমরানসহ ইসলামি আন্দোলন নেতা কর্মী উপস্থিত ছিলেন।