২৬ মার্চের মধ্যে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ বলেন  মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

  বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন। তিনি বলেন, রোববার ১৩ই ডিসেম্বর আমরা এক হাজার ২২২ জন বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ ইতি মধ্যে তৈরী করা হয়েছে। আগামী ২৬ মার্চের মধ্যে বাংলাদেশের বুদ্ধি জীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর, রাজাকার, আলবদর, আলশামসরা যখন নিশ্চিত হয়ে ছিলো তখন পরাজয়ের পর। যখন তাদের কাছে বিকল্প কোনো পথ ছিল না, তখন তারা জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিত ভাবে আসল বুদ্ধিজীবীদের ধরে এনে নির্মমভাবে হত্যা করার জন্য উন্মাদ হয়ে যায়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আজকে মৌলবাদী গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধর্মের নামে মিথ্যাচার প্রচার করে। আজকে স্বাধীনতার ৪৯ বছরের প্রাক্কালে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন আমাদের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। তাদের শেকড় অনেক গভীরে, তাদের সহজে উপড়ে ফেলা যাবে না। তবে শেখ হাসিনার নেতৃত্বে এ মৌলবাদী শক্তিকে উপড়ে ফেলতে জাতী আজ ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে চিরতরে একশত হাত মাটির নিচে পুঁতে ফেলতে হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *