পৌরসভার তফশিল ঘোষনা হওয়ায় পর মুকিতুর রহমান রাফির সমর্থকদের বিশাল আনন্দ মিছিল

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনের তফশিল ঘোষনা হওয়ায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফির সমর্থকদের এক বিশাল আনন্দ মিছিল পৌর সভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্ত¡রে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন আজ ১৪ ডিসেম্বর ৩য় ধাপে ৬৪ টি পৌরসভার সাথে গোবিন্দগঞ্জ পৌরসভারও তফশিল ঘোষনা করেন।
এই তফশিল ঘোষনা হওয়ার পর থেকেই মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মুকিতুর রহমান রাফির সমর্থকেরা সংগঠিত হয়ে সন্ধ্যার পর এক বিশাল আনন্দ মিছিল বের করেন। মিছিলটি পৌরসভার বিভিন্ন রাস্তা ঘুরে উপজেলা চত্তরে যেয়ে সমবেত হলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ নেতাকর্মিদের উদ্দেশ্যে সান্তনা মূলক বক্তব্য রাখেন।
এ ছাড়া মেয়র প্রার্থী মুকিতুর রহমান রাফি আনন্দ মিছিলে আসা আগত সমর্থকদের উদ্দেশ্যে বলেন, গোবিন্দগঞ্জ পৌরবাসীর সকল আশংকা অপেক্ষা করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের অধিনে বাংলাদেশ নির্বাচন কমিশন পৌরসভার তফশিল ঘোষনা করেছেন। আশা করি আওয়ামী লীগ সভাপতি ৪ বারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রিয়তা যাছাই করে এবার যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিবেন। তাই আপনারা পৌরবাসী দলবল নির্বিশেষে আমার সাথে থাকবেন। আমি আপনাদের সেবক হতে চাই এবং পৌরবাসীর নাগরিক সেবা সবার দৌঁড়গোড়ায় পৌঁছি দিবো ইনশাআল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *