কোটালীপাড়ায নবম শ্রেনীর স্কুল ছাত্রী অপহরণ

 গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেনীর এক স্কুল ছাত্রী (১৬) অপহরণ হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে উপজেলার ছত্রকান্দা এলাকায়। এঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় অপহৃত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি অপহরণ ও ধর্ষণের অভিযোগ করেছেন। অপহৃত স্কুল ছাত্রী বর্ষাপাড়া সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ও তার গ্রামের বাড়ি ছত্রকান্দা।

অভিযোগ থেকে জানা যায় উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস ওই ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে উত্যাক্ত করে কুপ্রস্তাব দিয়ে আসছিল। স্কুল ছাত্রী কুপ্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি অভিভাবকদের জানালে অপহরণকারি ক্ষিপ্ত হয়ে গত সোমবার দিন স্কুল ছাত্রী স্কুলে আসার পথে রাসেল বিশ্বাস তার সহযোগীদের নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে উল্লেখ করেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ লুৎফর রহমান জানান, পুলিশ অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করার চেষ্টা করছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *