মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে শান্তিপূর্ন ভাবে উপনির্বাচন সম্পন্ন, বাবুল মোল্যা কাউন্সিলার নির্বাচিত

 গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের (টেংরাখোলা গ্রামে) কাউন্সিলার পদে উপনির্বাচনে মোঃ বাবুল মোল্লা উট পাখি মার্কা প্রতীকে ১ হাজার ভোট পেয়ে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মশিউর রহমান মিন্টু পাঞ্জাবী প্রতীকে ৬৪৩ ভোট পেয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই ওয়ার্ডের উপনির্বাচন সম্পন্ন হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিলো ২হাজার ১শত ৭৬ জন। এর মধ্যে পুরুষ ১হাজার ৬৯জন এবং মহিলা ১হাজার ১শত ৭জন। উপনির্বাচনে ১হাজার ৬শত ৬৩ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেছে।

২০টি ভোট বাতিল হয়েছে। মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবৃদ মোঃ মনিরুজ্জামান প্রিজাইডিং কর্মকর্তা, ৬জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ১২ জন পোলিং এজেন্ট নির্বাচনে দায়িত্ব পালন করেছেন। গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিয়াজুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সার্বিক ভাবে উপনির্বাচনে দায়িত্ব পালন করেছেন। এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফায়জুল মোল্যা সরেজমিনে উপস্থিত থেকে উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু বকর মিয়ার নেতৃত্বে নির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলো তৎপর। উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত কাউন্সিলর বাবুল মোল্যা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *