কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ৮ /১২/ ২০২০ ইংরেজি তারিখ কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তিক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাতইল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে ঘোনাপাড়া বাজারে এসে শেষ হয়। উপস্থিত বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানান এবং এর সঙ্গে জড়িত জামায়াত বিএনপি জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠীর এ ধরনের ঘৃণিত কর্মকাণ্ড প্রতিহত করার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা কলঙ্কিত করতে চায় স্বাধীনতা বিরোধী রাজাকার মৌলবাদী জঙ্গিবাদী গোষ্ঠীর ব্যাপারে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকলে জয় বাংলা’ স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা। এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম রাতুইল ইউনিয়নের চেয়ারম্যান বি এম হারুন-অর-রশিদ পিনু এবং ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *