রাজধানীর বিভিন্ন খাল পরিদর্শনে মেয়র তাপস


এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
আগামী বর্ষা মৌসুমের আগেই দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকার খালগুলো দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে আজ বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন খাল পরিদর্শনে যান মেয়র তাপস।
সকাল ১০টায় তিনি বাসাবো খাল ও আদি বুড়িগঙ্গা চ্যানেল ও পরিদর্শন করেন। পাশাপাশি কালু নগর সুইস গেট (হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন শেখ রাসেল উচ্চ বিদ্যালয়) পরিদর্শন করবেন তিনি।
সম্প্রতি এ বিষয়ে মেয়র বলেন, কালু নগর খালের বক্স কালভার্ট অংশ থেকে ডাউন স্লোপে পানি প্রবাহ সৃষ্টি করতে পারলে এই অঞ্চলের জলাবদ্ধতা অনেকাংশে লাঘব হবে। এছাড়া মশার প্রজননস্থল সৃষ্টি বিঘ্নিত হবে।
চলতি মাসে (২ ডিসেম্বর) শ্যামপুর খালের চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের পর জলাবদ্ধতা নিয়ে করা প্রশ্নের জবাবে শেখ তাপস বলেছিলেন, আমরা ঢাকাবাসীকে জলাবদ্ধতা হতে মুক্তি দেয়ার জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম হাতে নিচ্ছি।
স্বল্পমেয়াদের কার্যক্রমগুলো নিজ অর্থায়নেই আরম্ভ করে দিচ্ছি। মূলত প্রথম কাজটি হলো, যে খালগুলো দখল আছে সেগুলোর দখলমুক্ত করা।